ঈশ্বর সমীপে
সেলিনা জামান
আরো কিছুদিন
আরো কিছুদিন সময় চাই
হে ঈশ্বর!
আরো কিছুদূর হেঁটে যেতে চাই
সীমান্ত খুলে দাও
সরিয়ে দাও কাঁটাতারের বেড়া।
এখনো হয়নি দেখা
তোমার সৃষ্টিকূল
এখনো হয়নি আস্বাদন
তার অপরুপ রুপ মাধুরিমা
এখনো অপঠিত রয়ে গেছে কিছু
তোমার নির্দেশিত বাণী
এখনো রয়ে গেছে বাকী
আনত প্রার্থনা সঙ্গীত
এখনো কিছু ইচ্ছের
প্রবল হাতছানি।
যে শিশু অপেক্ষায় ভূমিষ্ঠের
তার নিষ্পাপ মুখমন্ডল
দর্শন করতে চাই
তার কোমল হস্তে
কোন ভবিষ্যতের রেখাচিত্র!
স্ফটিকের মত নয়ন যুগলে
কোন পৃথিবীর রুপ দেখবে সে!
তার কচি আঙ্গুল হাতের মুঠোয় পুরে
নিয়ে যেতে চাই তোমারি
এক আলোকিত পৃথিবীর দিকে।
আরো কিছুদিন
আরো কিছুদিন সময় চাই
হে ঈশ্বর!
আরো কিছুদূর হেঁটে যেতে চাই।।
Leave a Reply