তিরস্কার
আসাদ বিপুল
সত্যকে জয় করতে হলে
সাহস থাকা চাই বুকে,
মিথ্যার সাগর পাড়ি দিলে
তবেই থাকবে তুমি সুখে ।
কথার সাথে কাজের মিল
সমাজে আজ বড়ই অভাব
কয়লার ময়লা যায় না ধুইলে
বদলায় না মানুষের স্বভাবে।
পরের ধনে পোদ্দারি করে
হয়েছে আজ রাঘব বোয়াল
ন্যায় অন্যায় বিভেদ ভুলে
তুলছো তুমি রঙের দেয়াল।
হালাল হারাম সবটাই তোমার
কথায় কথায় মক্কার হাজী
চলন বলনে লাট সাহেবি ভাব
আপনা আপনি মহৎ সাজি।
লোকে কিছু বলে না সম্মুখে
গোষ্ঠি বাড়ি করে আড়ালে শেষ
হককে করে বে-হক সদাই
সমাজের সে ইতর বদমাইশ ।
Leave a Reply