অপ্রকাশিত কবিতা
মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্
একটি অপ্রকাশিত কবিতা শোনাবো বলে
জীবনটুকু ভিক্ষে চেয়েছি, খোদার কসম।
যেন মহামারি করোনায় হারিয়ে না যাই
তোমার উপোষী ঠোঁটের ছোঁয়াটুকু পাই।
আমি গৃহবন্দী জীবনযাপনে অভ্যস্ত নই
নই নিয়ম কানুনে ভরা কাজ কর্মে।
তবুও নিজেকে বাঁচিয়ে রেখেছি
জীবনের এই ক্রান্তিকালে শুধু খোদাকেই ডেকেছি
একটি অপ্রকাশিত কবিতা তোমাকে শোনাবো বলে,
খোদার কসম,এই জীবনটুকু ভিক্ষে চেয়েছি।
Leave a Reply