আমি হতে পারি
রোজী নাথ
সহস্র বসন্ত দরজা আমি উদারতায় খুলে দিতে পারি
একটা চাঁদ মাখা প্রান্তরের জন্য।
রূপালী চাদরে মোড়া একফালি জোছনা যদি
সবিনয়ে এসে পড়ে আমার হৃদয়ের আঙ্গিনায়,
হাজার আলোকবর্ষ আমি অপেক্ষায় থাকতেপারি
রজনীগন্ধা সুখ মাখা সোনালী মিঠে রোদের আশায়।
ঘাট ডোবা একটানা বৃষ্টির রিমঝিম কবিতা শেষে যখন প্লাবন বসন্ত এই জলাধার,
আমি মধুকর ডিঙাখানি ভিড়াই সেই বুকের পরিধিতে।
যেখানে হাজার কোটি ফাগুন কাটিয়ে দিতে পারি শিমুল পলাশের রং মেখে।
কোকিলের কুহু তানে সেই তেপান্তরের ক্লান্তিহীন পথিক আমি হতে পারি,
শ্রাবণ যদি পথ দেখায়।
সেই দীঘল পাহাড়ের শেষ সীমানায় আসমুদ্র বছরের পথ চলার
প্রতিজ্ঞাবদ্ধ আমি হতে পারি তোমারই প্রতীক্ষায়।
Leave a Reply