রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:১৭ পূর্বাহ্ন

ঈশ্বর হোক সবার-মিনার বসুনীয়া

ঈশ্বর হোক সবার-মিনার বসুনীয়া

ঈশ্বর হোক সবার
মিনার বসুনীয়া

তিনি তো তোমাদের একার ঈশ্বর নন।

তিনি হয়তো ডলফিনের অাবেদন মঞ্জুর করেছেন-
তিনি হয়তো সাগরের মোনাজাত কবুল করেছেন-
তিনি হয়তো বনের প্রার্থনা মন দিয়ে শুনেছেন-
তিনি হয়তো পাহাড়ের দাবীগুলো যৌক্তিক ভেবেছেন-

তারাও হয়তো টিকে থাকার জন্য দু’হাত বাড়িয়েছিল!
হয়তো তারাও বাঁচতে চেয়ে কেঁদেছিলো রাতের পর রাত-
নইলে অাজ অাকাশ কেন হবে এতো নীল!
নইলে পাখিরা কেন অাজ মুখরিত হবে দূরন্ত কোলাহলে

তিনি তো মানুষের একার ঈশ্বর নন, অার
পৃথিবীও নয় তোমাদের একার

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge