করোনা নিয়ে এক গুচ্ছ ছড়া
মোকাদ্দেস-এ-রাব্বী
(১)
আতংক নয় সচেতন হই
নিয়ম কানুন মেনে,
গুজব কিছু ছড়াব না
না বুঝে না জেনে।
করোনা কে রোধ করতে
নিয়ম যত আছে,
প্রচার করব নিজ থেকে
পাড়া-পর্শির কাছে।
(২)
হাত ধুয়েছো, হাত ধুয়েছো
জীবানুনাশক দিয়ে,
বাইরে গেলে যেতে হবে
মাস্ক মুখে নিয়ে।
মানুষ থেকে থাকবে দূরে
কমপক্ষে ফুট ছয়,
করোনা তাহলে ছুঁতে পারবে না
মিথ্যে কথা নয়।
(৩)
করোনা ছড়ায় হাতে হাতে
খবরটা নয় ফেক,
কারো সাথে মেলাব না হাত
করব না হ্যান্ডশেক।
বাইরে বেড়ানো ঘোরাঘুরি
এসব আশা দূরে রাখি,
করোনা কে রোধ করতে
সবাই মিলে বাসায় থাকি।
Leave a Reply