সেই ইতিহাস রচনা
মমিনুল হক
করোনা ভাই করোনা
আমরা সবাই সচেতন হই
পড়শীদেরও একটু কই
এই কথাটা ধরনা!
ভিনদেশী এই করোনা
ধ্বংস করলো ইটালি চিন
তাই দেখে আজ শিক্ষা নিন
সেই ফাঁদে কেউ পড় না!
সংক্রামক সেই করোনা
নোংড়া গায়ে পথ ঘাটে যায়
যার সাথে যায় পথ চিনে নেয়
উদাসী ভাব ধর না!
নিরোধে এই করোনা
মুঠে-মজুর আওয়াজ তুলি
গ্রাম-শহরের একটাই বুলি
সবকিছু ওয়াশ কর না!
দূর হয়ে যাক করোনা
আশেপাশে অলি গলি
জটলা বেঁধে পথ না চলি
দুঃসাহসী হয়ো না!
না মানলে করোনা
ধ্বংস হবে মানব জাতি
এরাই আপন এরাই জ্ঞাতি
সেই ইতিহাস রচ না!
Leave a Reply