দেবাশীষ ভট্টাচার্যের লবণ সংক্রান্ত ড্রয়িং
শুভদীপ রায়
একটি বিকল্প ঘরানার কাব্যগ্রন্থ।
একজন নিবিড় শব্দযোদ্ধার একান্ত প্ল্যানেট রচনা। গভীর জীবন উপলব্ধি আর বাস্তব দর্শন নিয়ে বইটির শরীর নির্মাণ হয়েছে। ব্যতিক্রমী তার শিরোনাম। বোধের নির্জন সমাবেশ। সাবলীল তার প্রকাশ ভঙ্গিমা। পুনরায় পাঠের আবদার কেড়ে নেওয়ার সক্ষমতা রয়েছে বইটিতে। কবি দেবাশীষ ভট্টাচার্য এক আন্তরিক কবিতা নির্মাতা। তাঁকে আবিষ্কারের সময় এখন। প্রিয় পাঠক আপনারাও একাত্ম হতে পারেন এই সৃষ্টির সাথে। আমাদের বিমর্ষ সঙ্কটকালে এই বইটি এক অজানা আলোর সন্ধান দিক….
Leave a Reply