কার্ফিউ
সুশান্ত নন্দী
(এক)
এই দেখো, কোথাও সন্ত্রাস নেই। অথচ
শুধু বেঁচে থাকার জন্য কিভাবে কার্ফিউ
আসে শহরে!
( দুই )
এভাবে কার্ফিউ এলে
সব লড়াই থেমে যাবে একদিন ।
(তিন)
অদৃশ্য মারণাস্রে কিভাবে ঘুমিয়ে পড়ছে শব! পাহারা দেবো কাকে ?
(চার)
সব মানুষ একসাথে বিষাদ পেরোচ্ছে, বাতিঘরে তাই আলো জ্বলেনি আজ ।
(পাঁচ)
ক্লান্ত রাজপথ আজ বিশ্রাম নেবে বলে
সব মানুষ ঘরে ফিরে গেছে ।
(ছয়)
অজস্র সভ্যতা থেমে গেলে ,
বৈধব্য নামে বসন্তে।
(সাত)
স্তব্ধতার ভিতরে আতঙ্ক এলে
বুদ্ধ স্তুতিও থেমে যায় মাঝপথে ।
(আট)
এভাবে বসন্ত নীরব হলে
সব ঋতু তুলে নেবে সঙ্গম
(নয)
একটা দেশ স্তব্ধ হয়ে গেলে,
আমার জোছনাও নির্বাসনে চলে যায়।
(দশ)
অন্ধকার সেজে উঠলেই
আবার আলো ছড়াবে ঈশ্বর।
Leave a Reply