পতিত অভিজন
আবুহেনা রাব্বী
হে পতিত,
তুমি ছিলে আলবত প্রাগৈতিহাসিক নিঠুর স্বৈরাচার
পুঁজির পুঁজ, লুম্পেন সমঝোদার
চেয়েছো এ দেশ, চাওনি মানুষ,
আমাতে করিতে চেয়েছো আমারে পর
বারবার আমারে করেছো প্রবাসি
আমার সম্পদে ছিলাম ভিখারি
হয়েছি জিম্মি, উদ্বাস্তু কখনও যবন জাত।
তুমি বড় উন্মাদ
ছড়িয়েছিলে শত অস্পৃশ্য জিহাদ
তোমার লেলিহান জিভে লকলকে লুটেরা
যুগে যুগে করে আমারি সবহারা
আমারি আঙ্গিনায় নাচায়ে ঘু ঘু
দাও উন্মাদ হাসি করেছো মশকারা
আমারে ফিরাতে চেয়েছো পুরোনো চালচিত্রে
যত অসহায় আর পতিত প্রতিক্রিয়াতে
তুমি ভাই হয়ে দিয়েছো জাত
তাল গাছ বরাবর নিয়েছো আগার
এবার ঠেকানো পালে লাগিলো হাওয়া
জাগিলো জনপদ জাগিলো চাওয়া
তুমি ক্ষিপ্তে নিলে বন্দুক
মরণ কামড়ে ধ্বসিবে আমার মুখ।
২৫শে মার্চ গনহত্যায় তুমি উন্মাদ
বাঙ্গালী শপথে চলিল মরন জিহাদ
অতএব দিগভ্রান্তে আসিলো লজ্জিত কুপোকাত
হেরে গেলো যত ছিলো, তোমার মিছে অভিজাত
সেদিন দেখেছিল বিশ্ব বাঙ্গালী গর্জন
দেখেছিলো হাজার বছরের অমিত অর্জন।
তবুও অধিকারে মুক্তি আসেনি-
আসেনি সু-শাসন।
Leave a Reply