মুশতারী মমতাজ মিমির দুটি কবিতা
ভালবেসো
যদি কখনো কষ্টদাহে হৃদয় পোড়ে তোমার,
আমি তোমায় ছায়া দেবো অন্তরতম,
বুড়ো অশ্বথ কিংবা সুবিশাল বটের মতো ছায়া দেবো…
বৃষ্টি এলে দেবো তেহাতি ছাতার আড়াল,
কিংবা লাল ছোপ ছোপ কচুপাতার তল!
হঠাৎ যদি ঝড় আসে জীবনে,
খুঁটি হবো তোমার,
হবো ইউক্যালিপটাস গাছ
কিংবা শক্ত পিলার ছাঁচ!
আমি তোমার কালরাত্রির সুখ হবো,
শীত সকালের উষ্ণতা।
সাত সমুদ্র সাঁতরে হলেও, তোমায় দেবো পূর্ণতা!
তুমি শুধু ভালবেসো…
স্বেচ্ছাচার
আমার কন্ঠনালীতে কোন ব্যামো নেই,
আমি স্বেচ্ছা নীরবতা বেছে নিয়েছি।
আমার দুপা সুস্থ,
তবুও মাঝে মাঝে আমি চলিনা, থেমে থাকি।
পর্যাপ্ত ঘুমের পরেও আমি আরো ঘুমাই।
বিশ্রাম নিতে নিতে ক্লান্ত হই,
তবুও বিশ্রাম নেয়া থামাই না।
আমার দুহাত কর্মক্ষম,
তবু বেছেছিলাম কর্মহীনতা।
আমি দেখছিলাম
আমার প্রতি পৃথিবীর প্রতিক্রিয়া কি!
অভিযোগ,অনুযোগ, অনুতাপ
এসব আমারই অনুনাম,
হৃদয়ে ক্ষত,মস্তিস্কে ঘাই,
এসব আমার থাকতে নাই।
নাহ!আমার কোথাও অভিযোগ নাই।
আক্ষেপ নাই কোন মানব কিংবা মানবীর প্রতিও।
বাঁধাধরা নিয়মে সবার জীবন ছন্দে থাক।
আমি ফিরি আমার ব্যস্ততায়,
অনিচ্ছার স্বেচ্ছায়…
Leave a Reply