টুঙ্গিপাড়ার শেখ
জেসমিন সুলতানা চৌধুরী
এক যে ছিল কিশোর বালক
নাম ছিল তার শেখ,
বুক ফুলিয়ে হাঁটত সে যে
বলতো সবাই দেখ্।
সতেরো মার্চ ধরায় এলো
টুঙ্গিপাড়া গাঁয়,
ধীরে ধীরে মাথায় নিলো
দুখী জনের দায়।
দিনে দিনে শিখে নিলো
রাজনীতিরই পাঠ,
নামীদামী নেতার সাথে
মোলাকাতই আর্ট।
বিশ্বব্যাপী পরিচিতি
সাহস ভরা বুক,
কারাগারের চার দেয়ালে
জোটে অনেক দুখ।
পূর্ব বাংলা প্রদীপ পেলো
আলো জ্বালায় সে,
প্রতিবাদী ভাষা যে তার
কণ্ঠ রুখে কে?
জনস্রোতে ভেসে যেত
শুনতে ভাষণ যার,
বঙ্গ দেশে জন্মাবে কি
এমন নেতা আর?
Leave a Reply