শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৫:২১ অপরাহ্ন

ক্ষমাটা চেয়েই বসলাম চোকলাদার সাহেব-রানা মাসুদ

ক্ষমাটা চেয়েই বসলাম চোকলাদার সাহেব-রানা মাসুদ

ক্ষমাটা চেয়েই বসলাম চোকলাদার সাহেব
রানা মাসুদ

আপনার নামের আগে কবি শব্দটা কিন্তু জব্বর এঁটে গেছে
কবি খড়ম উদ্দিন চোকলাদার। বাহ্ দারুণ হয়েছে!
আমরা অর্থাৎ জাতি আপনার অপেক্ষাতেই ছিলাম অনেকটা কাল।
এই যে আপনি, জীবনে তো কতো কিছুই না করলেন,
ছাত্র জীবন থেকে তিন তিনবার পাল্টালেন রাজনীতির নীতি।
জ্বি সমস্যা নেই কোন, সুবিধা তো পেয়েছেন মনমতো,
এখন সরকার বদল হলে আপনাকে দোষ দেই কীভাবে বলুন!
ব্যবসা, নাটক, গান-বাজনা করলেন তো সবই
তবে যাই বলেন আদম ব্যাপারি হয়ে কামিয়েছেন কিন্তু বেশ ।
আপনি না বললে নিন্দুকেরা কিন্তু এসব কথা খুব বলে।
ধ্যুর কে কি বলে বলুক, ওসব শুনলে কি কামানো যায় নাম?
কবি খড়ম উদ্দিন চোকলাদার সাহেব, একদম ফাঁটিয়ে দিলেন !
আপনাকে নিয়ে বইমেলায় রীতিমতো হৈ হৈ-রৈ রৈ কাণ্ড!
চার কালার প্রচ্ছদে পাঁচ ফর্মার অফসেট কাগজে বই
ছেঁকে ছুঁকে বেছে বুছে দিয়েছেন পুরো বাহাত্তরটা কবিতা
আহা আহা মাইরি ধইন্য ধইন্য রব পোস্টারে চারদিকে ।
বাবারে বাবা অসাধারণ বুদ্ধি আপনার!
বইটাও করেছেন উৎসর্গ এক শহিদ মুক্তিযোদ্ধার নামে।
কবি খড়ম উদ্দিন চোকলাদার দাদা। এইরে মাইন্ড করলেন ?
দাদা বলেই ফেললুম এখন আপনার দরকার দাদাদের,
এই তাঁদের সাথে ফেসবুকিং, দুই একটা আলু-পটল মার্কা
অনুষ্ঠানের আমন্ত্রণে ওপার বাংলা যাওয়া; শান্তি নিকেতন
ঘুরে প্রোফাইল পিকটা বদলে সেখানের ছবি দেয়া।
আমি নিশ্চিত দাদাদের ছোঁয়া পেলে আপনি হবেন উপরতলার কবি।
কবি চোকলাদার সাহেব আপনি তো আমাদের রাজ কবি এখন
প্রশাসনের সাথে আপনার যা দহরম মহরম
মাঝে মাঝে জনতা ভুল করে আপনাকে ভাবে ওঁদেরই একজন,
দুর্মুর্খরা একদমই বোঝে না, আমি কিন্তু ঠিকই বুঝি জনাব
কানেকশন ছাড়া আজকাল কবির কবিতাও হয় না প্রকাশ ।
কবি খড়ম উদ্দিন চোকলাদার সাহেব
এখন যদি আপনাকে দাঁড় করাই কাঠগড়ায়?
যদি বিচার দাবি করি কবিতা লেখার জন্য
খুব কি ভুল করবো আমি? আমি তাই করবো এখন,
কবিতা কি ধান-গমের আবাদ যে ইচ্ছে হলেই হবে চাষাবাদ?
কবিতার শব্দরা কি আপনার কালো টাকার একেকটি নোট
ইচ্ছে হলেই দু ‘ চার কলম শব্দের সিঁড়ি বেয়ে হয়ে যাবেন কবি?
কবিতা কি এতোই সহজ যেন ফুটপাতে বসা হকারের পসার?
চোকলাদার সাহেব আমি বিচার দাবি করি আপনার
কবিতার স্বাধীনতার সুযোগে কবিতাকে হত্যা করছেন নিত্য
শিল্প মানে আপনার কাছে শব্দের কল- কারখানা
কবিতা মানে আপনার কাছে নতুন স্ট্যাটাস
কবিতা মানে আপনার কাছে সোসাইটিতে সম্মান
কবিতা মানে আপনার কাছে বইমেলায় একটি বই
কবিতা মানে আপনার কাছে অপেক্ষা সম্মাননা ।
চোকলাদার সাহেব ক্ষমা করবেন আমাদের
প্রকৃত কবিরা খুব সাধারণ, খুব অসহায় যেন
‘অর্থ নয় বিত্ত নয় আর এক বিপন্ন বিস্ময়ের ‘অপেক্ষা তাঁদের
কবি ব্যবসা জানে না ,কবি কালো টাকা চেনে না
কবি তোষামোদ পারে না, কবি পুরস্কার কেনে না
কবি শুধু পড়ে থাকে তাঁর শব্দের বাগান নিয়ে।
ক্ষমা করুন চোকলাদার সাহেব, ক্ষমা করুন কবিদের।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge