আমার মুজিবুর অমলকান্তি চন্দ
বাংলা আমার মায়ের ভাষা বাংলা গানের সুর,
দৃপ্ত কণ্ঠে ভাষণ দিল আমার মুজিবুর।
শাপলা হয়ে ফুটল পুবে একটি রাঙা ভোর,
সবার সাথে হাঁটছে পথে আমার মুজিবুর।
তিরিশ লক্ষ শহীদ তাঁরা বাংলা মা-যে তোর
একটি ছেলে সেও ছিল আমার মুজিবুর।
বাংলা ভাষা বিশ্ব জুড়ে লক্ষ আলোর নূর
আমার নেতা রইল জেগে আমার মুজিবুর।
সেদিন ছিল বাংলা জুড়ে কালো মেঘের ঘোর,
বুকের মাঝে বুলেট নিল আমার মুজিবুর।
ভাঙ্গল সবে জীবন দিয়ে আঁধার ঘেরা দোর
পথের মোড়ে হাসছে দেখ আমার মুজিবুর।
Leave a Reply