শাপ দেব না
হেলাল মোরশেদ
বসন্তে এসেছিলে তুমি
হারিয়ে গেলে শীতে।
হারাতেই কি এসেছিলে তুমি?
আমার মরমী সঙ্গীতে।
সুরের ধারায় বাধঁতে চেয়েছি
তুমি তো দাওনি ধরা।
কি সুখ পেয়েছ ছেড়ে গিয়ে আমাকে
পড়ে আছি আমি আধমরা।
আর আসবে না ফিরে কখনও
জানি আমি একথা জানি।
তবুও সকাল সাঁঝে পথ চেয়ে থাকি
বুভুক্ষ,প্রেম পিয়াসী আমি।
বেহালাটার তার ছিঁড়ে গেছে
উঠে না তো আর সুর।
থেকে থেকে মন কেঁদে মরে
ব্যথার সমুদ্দুর।
শাপ দেব না আমাকে
দিব না কোন ধিক্কার।
মন যতই কাঁদুক
আসুক যতই বুকফাটা চিৎকার।
ভাল থেকো তুমি
অনেক ভাল থেকো।
কালবেলায় এতটুকু মিনতি
পারলে আমাকে মনে রেখো।
Leave a Reply