তোমার দু’চোখের নীলে
দিলরুবা শাহাদৎ
হে নারী, তুমি কখনো নদী? তুমি কি কখনো খোঁপায় বাঁধা বেলি ফুল? হ্যাঁ, তুমি এখন পণ্য। কখনো তুমি রক্ত লাল পলাশের জ্বলজ্বল পাঁপড়ি। নারী, তুমি সন্ধ্যার অরণ্যে অজস্র জোনাকি ঝাঁক। তোমার আদ্যপান্ত্য ধূসর জলস্রোত মিলেমিশে একাকার কখনো তুমি কদম বৃক্ষের ঠিকানা, কখনো তুমি বকুল বৃক্ষের আর্শিবাদ। তুমি প্রতিদিনের পণের আগুনে জ্বলেপুড়ে ছারখার হও। আমি নারী, আমার না বলা কথাগুলো আজো বলি নি। এমন একটা অরণ্যের ঠিকানা পেলাম না, যার নির্ভেজাল চোখের তারায় আকাশ কথা বলে ওঠে। আমি নারী, আমি ঠিকানাবিহীন, আমরা কচু পাতার জল এক আকাশ আগুন হয়ে জ্বলি দাউদাউ। হে নারী, দু’চোখের নীল নদীতে তোমার স্বপ্ন ভাসছে, তুমি দাঁড়িয়ে আছো আঁধারের গভীরে, কখনো আলোর শহরে, প্রতি মুহুর্তে আকাশ ছোঁয়া কষ্টগুলো থমকে থাকে, তোমার বুকের ভিতরে, আব…
Leave a Reply