চির অম্লান একুশ
আসাদ বিপুল
সোনালী সূর্যের আভায় নির্ভার হতে চাই আমি
প্রস্ফুটিত মঞ্জুরী কাননে কাননে আমার বর্ণমালায়,
পাখির কলতানে পল্লবীর পাতায় পাতায়
গোলাপ গুচ্ছের শুভ্র সুঘ্রাণ হৃদয়ে শিহরণ জাগায় অগোচরে ।
ভাষার সংগ্রামী চেতনার ঊষালগ্নে উদ্বেলিত বাঙালি
কণ্ঠরোধে জেল জুলুম হয়রানি পরিশেষে লোহার খাঁচায় বন্দি
মুক্ত বিহঙ্গের মতো নীল গগনে গাইতে ভাষার গান
শব্দ বর্ণের অন্তমিলে অনিন্দ্য সুন্দরের ছোঁয়ার কষাঘাত
ঝংকারিত হৃদয়ে প্রতিফলিত বাঙালির তারুণ্যের অন্তঃকরণে ।
বাস্তব আর কল্পনার হৃদয়াঙ্গনে সৃষ্টি করে প্রতিবাদের প্লেকার্ড আর ব্যানার
শোভিত হয় রাষ্ট্র ভাষা বাংলা চাই, দিতে হবে দিতে হবে,
পিচঢালা রাজপথে মিছিল আর স্লোগানে উতপ্ত অগ্নিশিখা
অগ্নিগর্ভে প্রজ্জ্বলিত হয়ে উঠে বাঙালির অন্তর মম।
হিংস্র থাবার আঁচড়ে মাতৃভাষার দুরাবস্থা ও বিলোপসাধন
প্রতিবাদকারীর কণ্ঠরোধে গ্রেনেড বিস্ফোরিত বুলেট ও বোমা,
বাংলা মায়ের বুকে রক্তে রঞ্জিত হয়ে ঝরে যায় অগনিত প্রাণ
অবশেষে অ আ ক খ বর্ণমালার বাণী গুলো রয়ে যায় চির অম্লান।
Leave a Reply