বছর চার বাদে
ডা.ফেরদৌস রহমান পলাশ
আবার দেখা হয়ে গেল
বছর চার বাদে।
তুমি বসে আছ বাসে,জানলার পাশে
আমায় দেখে ছলকে উঠলো
তোমার নদীর মতো চোখ।
আর আমার ছলকে উঠলো
বুকের রক্ত।
ঠিক যেমন উঠতো বছর চার আগে।
আগ বাড়িয়ে তুমিই বললে
কেমন আছেন?
আমরা তুমি থেকে আপনিতে
এসে দাঁড়াই বছর চার বাদে।
আড়চোখে তাকিয়ে দেখি
কি কি হারিয়ে গেল
চারটি বছর ধরে?
কপালের টিপ তেমনি আছে
নথের পরিবর্তে
নাকফুল।
আগের উচ্ছলতা আর নেই
গাম্ভীর্যের চাদরে নিজেকে
আড়াল করে রাখা।
জানতে পারি
একমেয়ে আর স্বামী নিয়ে
সুখের সংসার।
পেঁয়াজের দাম বৃদ্ধি আর
দেশে ধর্ষকের সংখ্যা বৃদ্ধিতে
বিরক্ত তুমি।
চোখ দেখাতে হবে
ইদানিং কাছের জিনিস দেখতে
কষ্ট হয় তোমার।
আমরা ভুলে যাই
কি দুর্দান্ত সময় কাটিয়েছিলাম
বছর চার আগে।
আজ বছর চার বাদে
আমরা বদলে গেছি
শরীরে আর মনে।
Leave a Reply