এতো সহজ
হেলেন আরা সিডনী
নিজের কাছে নিজেই ভালো
জানে তা সকলে
পরের বেলায় নিন্দা যতো
রাখে ক্ষমতা দখলে ।
সত্য কথা – ন্যায়ের কথা
আপন কথার বুলি
পরের বেলায় ব্যঙ্গ কথা
বিষ মাখানো গুলি ।
কথায় কথায় কষ্ট দেওয়া
নয়তো বড় কাজ
কেউ কি পেলো আঘাত কোনো
একটু ভাবো আজ।
এতোই যদি সহজ হতো
মানুষ চেনা – জানা
দু:খ – কষ্ট পেতো না কেউ
উড়তো মেলে ডানা।
Leave a Reply