ভালোবাসার পঙক্তি
হাই হাফিজ
এক.
ফুলগুলো ভেঙে দিক ভুলগুলো মানুষের।
পথ হোক সুবাসিত, সারাক্ষণ, সকলের
দুই.
নিখাদ ভালোবাসা চাই একফোঁটা, নাম দিয়েছি লাইফ।
সে জন্য হতে হবে না বন্ধু, আপনজন কিংবা ওয়াইফ।
তিন.
পৃথিবীর সব দেশে ফুল ফোটে, ভোর হয়,
সোনালি রবির আলো হাসে।
যে হৃদয়ে প্রেম নেই, সে কি আর ফুল ভালোবাসে?
চার.
কোকিল কুহু কুহু ডেকে বসন্ত আনে।
কোমল পাপড়িতে বসন্ত হাসে গানে গানে
পাঁচ.
তোমাকে বাসন্তি মেঘের মতো করে চাই।
শুধু এতটুকুই চাওয়া, বেশি কিছু নাই।
ছয়.
এমনি করেই যদি ফোটে ফুল, ভাঙ্গে ভুল, মানুষের,
প্রতিদিন।
ফুলে ফুলে নিরবধি এ পৃথিবী হাসবেই, চিরকাল, অমলিন।
সাত.
একজন পুরুষ ও নারীর পরষ্পরের কাছে যা চাওয়া, যা আশা ;
তার সঠিক উপলব্ধি-ই কি সত্যিকারের ভালোবাসা?
আট.
নিঃস্বার্থ ভালোবাসা চাই।
সম্ভব হলে এসো। আড়ালেই ভালোবেসো।
তা না হলে গুডবাই!
নয়.
শ্রদ্ধাবোধ থাকলে প্রেমের সম্পর্কটা মধুর হয়।
খাঁটি প্রেমও মাঝে মাঝে বেদনা-বিধুর হয়!
দশ.
আমার মা আমার ভালোবাসা,
মা-ই প্রেরণা, মা-ই আলো-আশা।
তোমার ভালোবাসা কি ?
ভালোবাসা দিবসে মায়ের মতোই হতো যদি এ পৃথিবী!
Leave a Reply