রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৫৯ পূর্বাহ্ন

কালি কলম পর্ষদের বিশেষ সাহিত্য বৈঠক

কালি কলম পর্ষদের বিশেষ সাহিত্য বৈঠক

৭ই মার্চ উপলক্ষে হারাগাছ থেকে প্রকাশিত শিল্প সাহিত্যের ছোট কাগজ

কালি কলম পর্ষদের বিশেষ সাহিত্য বৈঠক

পাতা প্রকাশ প্রতিবেদক
৭ই মার্চ উপলক্ষে হারাগাছ থেকে প্রকাশিত শিল্প সাহিত্যের ছোট কাগজ উত্তরাঞ্চলের সাহিত্য সংস্কৃতির মেলবন্ধন সাহিত্য পত্রিকা কালি কলম এর বিশেষ সাহিত্য বৈঠক গত শুক্রবার বিকেলে হারাগাছ পৌরসভার মুজিব কর্ণারে কালি কলম উপদেষ্টা আলেফ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি হুমায়ূন কবীর পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ভিআইপি করদাতা শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন অঞ্জলিকা সম্পাদক বিশিষ্ট কবি ও লেখক দিলরুবা শাহাদৎ।
এদেশে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে স্মরন করে বক্তব্য রাখেন কবি কালি কলম সম্পাদক ও হারাগাছ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক কবি এম এ শোয়েব দুলাল। কালি কলমের নির্বাহী সম্পাদক ও শিখর সম্পাদক কবি এস.এম আহসান হাবীব শাহজাহান, বক্তব্য দেন মাহাতাব আলী, কালি কলম এর ব্যবস্থাপক ও হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক মনজুদার রহমান।
বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠে অংশ নেন, কবি ফারজানা সাথী, জান্নাতুল মাওয়া মুনমুন, পথিক কবি আবুল কালাম আজাদ, কবি সাংবাদিক ওমর ফারুক, কবি আরফিন রুমু, কবি আব্দুল্লাহ আল সাকিব, কবি এলেমা খাতুন, কবি আয়শা আক্তার বর্ষা, কবি রেহেনা তাবাচ্ছুম আইরিন, কবি অমিয়া মেহজাবীন অনুশা, কবি মোজায়না আক্তার চাঁদনী, কবি তাছফিয়া তাছমিন প্রমুখ কবিগন।
অতিথিবৃন্দ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে বলেন কালি কলম দিয়ে সাহিত্য মাধ্যম আরও সমৃদ্ধ হউক। হারাগাছের কবি সাহিত্যিক গন তাদের সৃষ্টি সাহিত্য দিয়ে সাহিত্য মাধ্যমকে সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে কালি কলম প্রকাশনার সাফল্য কামনা করেন। শেষে বঙ্গবন্ধুর মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পথিক কবি আবুল কালাম আজাদ। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন এম এ শোয়েব দুলাল।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge