‘শুদ্ধ বানান অভিযান’ এর পুরস্কার বিতরণ
পাতা প্রকাশ প্রতিবেদক : শুদ্ধ বানান খোঁজার অনলাইন প্রতিযোগিতা ‘শুদ্ধ বানান অভিযান’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রংপুর শহরের ‘বইবাড়ি’ তে রংপুর থেকে বিজয়ী ৪ জনকে পুরস্কার তুলে দেয়া হয়। বিজয়ীদের পুরস্কার তুলে দেন ‘পাতা প্রকাশ’ এর চেয়ারম্যান, বিভাগীয় লেখক পরিষদ, রংপুরের সাধারণ সম্পাদক জাকির আহমদ এবং শিশু-কিশোর২৪.কম ও ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল এর সম্পাদক আহসান হাবিব মারুফ।
শিশু-কিশোর২৪.কম, ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল এবং পাতা প্রকাশ এর যৌথ আয়োজনে গত ১২ থেকে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় শুদ্ধ বানান খোঁজার অনলাইন প্রতিযোগিতা ‘শুদ্ধ বানান অভিযান’। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে অংশ নেয় প্রায় ২৫০ জন প্রতিযোগি। এদের মধ্যে যাচাই বাছাইয়ের মাধ্যমে ১০ জন কে বিজয়ী ঘোষণা করা হয়।
পুরস্কার বিজয়ী রংপুর এর ৪জন হলেন- ৪র্থ স্থান অধিকারী রিয়াদুল ইসলাম, ৫ম স্থান অধিকারী সৌখিন সরকার, ৭ম স্থান অধিকারী শিস খন্দকার এবং ৯ম স্থান অধিকারী দেলোয়ার হোসেন।
উল্লেখ্য যে, রংপুর এর বাইরের অন্যান্য জেলার বিজয়ীদের পুরস্কার তাদের ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়েছে।
Leave a Reply