যারা সাহিত্য-সংস্কৃতি চর্চা করে তারা জঙ্গিবাদ কিংবা মাদকের সাথে যুক্ত হতে পারে না-যুগ্ম সচিব মো. শওকত
স্টাফ রিপোর্টার :
যারা সাহিত্য-সংস্কৃতি চর্চা করে তারা জঙ্গিবাদ কিংবা মাদকের সাথে যুক্ত হতে পারে না। কিশোর-তরুণদের সংস্কৃতি চর্চার সুযোগ তৈরি করে দিয়ে জঙ্গিমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনের পথকে সুগোম করতে হবে। শুক্রবার সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শওকত আলী পাতা প্রকাশ ওয়েবম্যাগ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। রংপুর প্রেসক্লাব মার্কেটে বইবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা আকবর হোসেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ছড়াকার একেএম শহীদুর রহমান বিশু, বিশিষ্ট কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, বিশিষ্ট লেখক ডা. মফিজুল ইসলাম মান্টু, ড. আরেফিন আমল ইসলাম, বেতার ব্যাক্তিত্ব জোবায়দুল ইসলাম বুলেট কবি ও কথাসাহিত্যিক রানা মাসুদ, কথাসাহিত্যিক রশিদুল ইসলাম চৌধুরী, বেরোবির শিক্ষক উমর ফারুক।
পাতা প্রকাশ এর সম্পাদক জাকির আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. ফেরদৌস রহমান, কবি মাসুদ বশির, নজরুল পাঠাগারের সাধারণ সম্পাদক রশিদুস সুলতান বাবলু, বইবাড়ির পরিচালক আসহাদুজ্জামান মিলন, মুস্তাফিজ রহমান, বিভাগীয় লেখক পরিষদের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সোহাগ, রোমানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান পাতা প্রকাশ এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে www.pataprokash.com ওয়েবম্যাগাজিন হিসেবে যাত্রা শুরু করলো।
Leave a Reply