মুজিবকাহন
এস.এম শুভ
বাংলা ও বাঙালির মননে ও মানসপটে
চির অমলিন একটি নাম শেখ মুজিব।
গণমানুষ,জাতীয়তাবাদ,স্বাধীনতা ও বাংলাদেশ –
মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।।
শেখ মুজিব মানেই –
বিবেকের ভ্রুকুটির সামনে বিশ্বে মাথা উঁচু করে
দাঁড়িনোর অদম্য প্রত্যয় ।।
বঙ্গবন্ধু শেখ মুজিব মানেই –
সমঅধিকার, সত্য ও ন্যায়, অর্থনৈতিক মুক্তি,
সংস্কৃতি ও শিক্ষাসহ গণ মানুষের চিরায়ত- মৌলিক
অধিকার প্রতিষ্ঠিত করা,অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, বাংলা ও বাঙালিঅানায় –
মিলে-মিশে একাকার হওয়া।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই একটি –
সুবিশাল বটবৃক্ষের নাম!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই –
লাল সবুজের একটি পতাকার নাম।।
বিশ্বমানচিত্রে বাংলা ভাষাভাষি মানুষের হৃদয়-
ধামে যে নাম চিরঅম্লান হয়ে আছে,থাকবে তার
নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।
Leave a Reply