আগামী ১৭ মার্চ রংপুরে শুরু হবে বইমেলা। তার আগেই চিত্রশিল্পী মুবাশ্বির দুহার সাথে কথা হয় আমাদের।
শুনুন তিনি কি বললেন_মেলা মানেই উৎসব ৷ আর যদি সেটা হয় বইয়ের মেলা, তবে তো কথাই নেই ৷ সে যেন নিখাদ জ্ঞানের মেলা ৷ কত শত জ্ঞানী-গুণীর মিলন মেলায় ক্ষুদ্র অংশীদার হতে পারাটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার ৷ এবারের বইমেলায় আমার কোন বই আসেনি, তবে বেশ ক’টি বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ করতে পেরে প্রকাশক ও সম্পাদক পরিবারের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ ৷ জ্ঞানপিপাসুদের পদচারণায় মুখরিত হোক বইমেলার এই মহান আয়োজন ৷
Leave a Reply