কোথাও কেউ নেই
এস এম সাথী বেগম
এতো মানুষের ভিড়ে,কাকে যেনো খুঁজে ফিরি
কারো থাকার কথাওতো ছিলো না
তবে কেনো বারবার দু’চোখ চাতক হয়ে
বাঁধনের আশায় গিঠ শক্তের প্রত্যাশা করি।
কেনো যেনো বাম পাজরে হাতুরির শব্দ
ভেঙে গেলো কি কল্পনার সংসার?
এখন প্রতি নিয়ত হাড়িতে বাড়াবাড়ি
এই যেমনটা তোরে দেখতে নারি,প্রতি কাজে ভুল ধরাধরি।
সোজাসাপটা জীবনে অভ্যস্ত,বুঝি না উঁচু দরের
কথামালা,লিফটের নিচে বসবাস করে
অনেক সাহস বেঁধে তাঁকে বাঁধবার সাহস দেখাই
যদিও সে অনেক আগেই অন্য কোথাও গচ্ছিত।
Leave a Reply