একাত্তরের যুদ্ধ
এস এম খলিল বাবু
আজো দেখি সবুজ শ্যামল
নকশি কাঁথার মাঠ
মাঠের পাশে নদীর ধারে
শান বাধাঁনো ঘাট ।
ঘাটের পাশে সবুজ গাঁয়ে
হামলা হলো নগ্ন পায়ে
কেউ করে লুট পাট।
নরনারীদের আহাজারী
সেই শোকেতে বাতাস ভারি
অত্যাচারের চিহ্ন নিয়ে
দাঁড়িয়ে বিরাণ মাঠ।
সেই কাহিনী বুকের ভেতর
আজো ধীরে বয়
ন’মাস ধরে যুদ্ধ করে
দেশটা স্বাধীন হয়।
Leave a Reply