শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

১ ডিসেম্বর রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন ২০২৪ ।। রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন ও জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

১ ডিসেম্বর রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন ২০২৪ ।। রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন ও জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

পাতাপ্রকাশ প্রতিবেদক >>
বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন ২০২৪। সাহিত্য সম্মেলন বাস্তবায়নের লক্ষে সংগঠনের ৮ জেলার সভাপতি-সাধারণ সম্পাদক ও তাদের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা এবং সম্মেলনে অংশগ্রহনের রেজি. কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শুক্রবার রংপুর নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আলহাজ কাজী মো. জুননুন। প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগের আলো পত্রিকার সম্পাদক মমতাজ শিরিন ভরসা।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ এর পরিচালনায় বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন যুগ্ম সম্পাদক শামসুজ্জামান সোহাগ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মজনুর রহমান, অর্থ সম্পাদক শরিফুল আলম অপু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজ রহমান, ইতিহাস ও গবেষণা সম্পাদক এম এ শোয়েব দুলাল, মোকাদ্দেস এ রাব্বী, রংপুর জেলা কমিটির সভাপতি এটিএম মোর্শেদ, সিনিয়র সহসভাপতি হাই হাফিজ, সাংগঠনিক সম্পাদক এস এম ইতি, গাইবান্ধা জেলার সভাপতি রেজাউল হক মিতা, সাধারণ সম্পাদক হাফিজুল হিলালী বাবু ও আব্দুল হাদী, দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ শান্ত, সিনিয়র সহসভাপতি ইব্রাহীম শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা হীরা, নজরুল ইসলাম, নীলফামারীর জেলার সহ সভাপতি শান্তিপদ রায়, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ বিশ্বাস, লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল মোর্শেদ, শহীদুজ্জামান লাবলু, ঠাকুরগাঁও জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আছিয়া আখতারা জামান ক্যামি, সাংগঠনিক সম্পাদক ননী গোপাল বর্মন, কাড়িগ্রাম জেলার শফিকুল ইসলাম লিটন, রুহুল ইসলাম, পঞ্চগড় জেলা কমিটির মৃদুল হাসান প্রমুখ।
সভায় বিগত সম্মেলনের ভালো-মন্দ দিক নিয়ে পর্যালোচনা করা হয়। রংপুর বিভাগের ৮ জেলার নতুন কমিটি গঠনের রুপরেখা ঠিক করে কমিটি গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের আট জেলা সফরের মাধ্যমে কমিটিগুলো পুনঃগঠন করা হবে। সভায় বিভাগীয় সাহিত্য সম্মেলনের রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সম্মেলনে অংগ্রহনের জন্য নির্ধারিত ফরম পূরণ করে রেজি. করতে হবে। সংগঠনের ৮ জেলা কমিটির নেতৃবৃন্দের নিকট ফরম পাওয়া যাবে। এছাড়াও বইবাড়ি (নর্থ ব্রিজ স্কুল ক্যাম্পাস, মুন্সিপাড়া, রংপুর) ও পাবলিক লাইব্রেরী (টাউন হল চত্বর, রংপুর) এ ফরম পাওয়া যাবে।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge