হোমোসেপিয়েন্স
নয়নাভ বিশ্বাস
এমনও তো হয়, একদিন তুমি বান্ধবহীন
ভীষণ ভীড়েও একলা ভীষণ। খুব পরাধীন।
বাতাস জুড়ে উড়ে বেরানো তুলোর বীজও
দিকশূন্য। চক্রবালে ক্ষীণ আলোও অস্তাগত।
স্বচ্ছতোয়া বহতা নদীরও স্থিরকায়া সাজ।
অনভ্যস্ত বিষপানে তারও ম্লান হাসি আজ।
এক-একটা দিন জীবন এমনই। খুব উদাসীন।
তাই বলে কি, বাঁচতে পারাটা, খুবই কঠিন?
অবাক রাতেই, নিভৃতে নিজেকে খুড়ে দেখা৷
উপলব্ধি। আলো পেতে হলে পুড়তে শেখা৷
তঞ্চকতার ছদ্মবেশী ওই মুখোশ মিছিল,
শেখায় হতে ছক ভাঙা খাঁটি শঙ্খচিল।
হতবাক তোমার বিষন্নতার আঁধার দেখা?
বর্ণালীর উজালা চেনায়, ফ্রনহফার রেখা।
তোমার হঠাৎ ঝড়ে পথ হারানোর নির্বাসনে,
বীজ লুকিয়ে জয়ের। প্রাকৃতিক নির্বাচনে৷
নাইবা হলে গড্ডালিকার তেজি ইক্যুয়াস। প্রিয়
তুমি বরং, প্রাজ্ঞ হোমো সেপিয়েন্স হয়ো।