বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ন

হোক আমাদের বোধোদয়-আসহাদুজ্জামান মিলন

হোক আমাদের বোধোদয়-আসহাদুজ্জামান মিলন

হোক আমাদের বোধোদয়
আসহাদুজ্জামান মিলন

অদৃশ্য করোনায় আতঙ্কিত সমাজ
মানুষ সামাজিক দূরুত্বে
অসমাজিক রুপে
গৃহবন্দি নিজ গৃহে।
উচ্চ মিনারে বসে থাকা
পাপী বান্দা ক্ষমা চাওয়ার উপশনালয়ের পথও রুদ্ধ হচ্ছে প্রায়।
কোন পথে কোন নিশ্বাসে মিশে আছে
নোভেল করোনার অস্তিত্ব!
জানা নেই…কোন প্রবাসীদের বহনে আগত।
লোভী মানুষিকতা থেকে বের হয়ে আসাটাই হোক স্বপথ।
আজকের স্বপথ।
প্রকৃতি আজ জয়ধ্বনি করছে
থামিয়ে দিয়েছে যান্ত্রিক কোলাহল,
অদৃশ্য ভাইরাস নির্দেশক পরিছন্ন পরিবেশের।
বাহনরূপী হাত ধুলো ময়লার সাথে মনের কালিমা ধৌত করাটাই হোক আমাদের বোধোদয়।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge