হে করুণার আঁধার
মো. আব্দুর রহিম
হে আল্লাহ,
মানুষকে তুমিই দিয়েছো
সৃষ্টির সেরা জীবের অধিকার,
তোমার উপর কারোই ক্ষমতা নেই
ছড়ি ঘোরাবার, আমরা
অধম; ক্ষমা করো আমাদের মুর্খতা।
হে স্রষ্টা,
আমরা যতোই পাপ করি,
অন্যায়ের সাগরে ভেসে বেড়াই।
হে অন্তর্যামী,
আমাদের অন্তরের খবর কেউ
জানেনা তুমি ছাড়া, তোমার কাছেই
আমরা অবনত মস্তকে আজ,
আমাদের লাজ দাও, পথ দাও,
মুক্ত করো অক্ষমতা থেকে।
আমরা আর পারছি না
দূর করো এই “করোনা ভাইরাস”।
হে রহমান রহিম,
আমরা ভুলে যাই মাটির সৃষ্টি মোরা,
ভুলে যাই তোমার নির্দেশিত পথ।
যুগে যুগে, কালে কালে তুমি পথভ্রষ্টদের
সুপথে এনেছো; নয়তো করেছো ধ্বংস।
হে করুণার আঁধার,
করুণা করো; আমাদের সুপথে তোলো,
আমাদের ধ্বংস বা শাস্তি নয়; সস্তি দাও,
শুধু “করোনা ভাইরাস” নয়
সকল মহামারীর প্রকোপ হতে মুক্তি চাই।
হে কাহ্হার,
কঠোরতা তোমার গুণ
সেতো শেষ বিচার দিনের তরে।
আমরা তোমার কঠোরতা সইতে
পারবো না, তোমার কোমলতা দিয়ে
উত্তোরণ করো কোভিড-১৯ সহ
সকল মহামারীর সংশ্রব থেকে।