হেলেন আরা সিডনীর ৩টি কবিতা
১. হৃদয়ের হিমচ্ছায়
ভুঁইফোড় সভ্যতার জুয়াচুরি নিরন্তর
অন্তরাল বলে কোনো শব্দ অবশিষ্ট নেই
কৃত্রিমতার রঙবাহারে অসহনীয় রঙ্গমঞ্চে
ঐশ্বর্যের চাতুরতায় জ্ঞানশূন্যতায় বিবেকবোধ
বিক্ষুদ্ধ প্রাণস্পন্দন প্রদীপ্ত আগুনে জ্বলে ওঠে
আর্তচিৎকারে বলে ওঠে …..
শেষ হোক.. শেষ হোক..
যতো অনাচার অবিচার।
শেষ প্রস্হানের সত্যান্বেষী আলোক বর্তিকা
প্রেম- প্রজ্ঞায় রাখি সুকঠিন প্রয়াস
মুক্ত মনের সত্যাশ্রয়ীর জীবন দান
আত্মার অনুরাগে থাক নুরের পয়গাম
পবিত্র মাহে রমজানের প্রানোচ্ছল
শবে কদরের পুন্জ্ঞীভূত বেদনার গভীর রাত
লোভের পন্কিলতা থেকে পরিত্রাণের ভিক্ষা রাখি
এ জীবন-জীবন নয়, রহস্যের ডেরা
এই আছি-এই নাই, মৃত্যূ জড়ানো পায় পায়
সৃষ্টি রহস্য বুঝি নাই-বুঝি নাই
নর্দমার কীট হয়ে পিশাচের হুঙ্কার ছাড়ি ।
অমানবিকতার অহমিকায় মিথ্যে মানুষ সাজি
ক্ষমা করো প্রভু; ক্ষমা করো তোমার এই অধমেরে
সব ভুলে আজ তোমার দ্বারে দু’হাত তুলি
আত্মবিস্তৃত করো এ মন ; জাগ্রত করো অস্হিসত্তা
আমার ক্লান্ত-শ্রান্ত হৃদয়ের হিমচ্ছায়
দীপ্ত মহিমায় তোমারি বাণী উচ্চারিত করার তৌফিক দাও
“ লা ইলাহা ইলল্লাহু মুহাম্মদুর রাসুলুল্লাহ (স:)”।
আপন হৃদয়ের ঐতিহ্যে শুধু তোমাকেই যেনো পাই
আর যা পাই বিদ্রুপ-অপমান-বিস্বাদ-নির্মমতা
তা হোক আমার দুর্লোভ খ্যাতি
যা নিয়ে উদার আশ্বাসে তোমায় দিতে পারি মর্যাদা
নির্ভীক বিশ্বাসে করতে পারি সন্মান
তুমি হে মহান প্রভু ; তুমি অন্তর্যামী
তোমার কঠিন হাশরের দিনে
তোমারি করুণাধারার আরশের নীচে
আমায় এক মুঠো ছায়া দান করো ।
২. লজ্জিত করবেন না
প্রিয় দেশবাসী-
ঈদ অনুভূতিরা আজ ভীষণ ক্লান্ত
পরাজিত এক অদেখা দানবের কাছে
সময়ের যোদ্ধা হতে পারছে না বলে
তাই করজোড়ে মিনতি রাখি
আসুন..ঈদ অনুভূতিগুলোকে
প্রিয় মানুষদের ঘরে পোঁছে দেই।
প্রিয় দেশবাসী-
আপনার ভালোবাসার অনুভূতিকে
লজ্জিত করবেন না
সংগোপনে চেয়ে দেখুন
কপর্দক্যহীন হাত
আপনারি ডানে – বামে
মুখে শব্দ নেই ; চোখে প্রত্যাশা নেই
শুধু অবাধ্য সময়ের অপেক্ষারত মানুষ।
প্রিয় দেশবাসী-
আসুন একটি শব্দ উচ্চারিত করি -’ না ‘
এবারের ঈদআনন্দ
হবে না কোনো নতুন পোষাকে
হবে না দামী দামী
আত্মস্বাদে খাবার সাজানো টেবিলে
আসুন চেয়ে দেখি আমাদের চারদিকে
বিবেকবোধে অক্ষমতার রূঢ়তা
জীবন মূল্যবোধের চোখে কতো রক্ত ।
প্রিয় দেশবাসী-
দীর্ঘ সময়ের মৃত্যুমিছিলের শ্লোগানে চলছে
ঘরে থাকো.. মানবতার জয় করো
সারাদেশে ক্লান্তিহীন চেষ্টা..শ্রম আর আত্মত্যাগে
দু:সময়ে আপন ঘর ছেড়ে যে মহতী প্রাণেরা
সেবার দুয়ারে দুয়ারে মহামন্ত্রের কথা বলছে
বেঁচে থাকবার লড়াইতে জীবন দিচ্ছে
শোনো..একবার কান পেতে শোনো..
সেই মানবতার বুকে কতো কষ্ট গল্প।
প্রিয় দেশবাসী-
আবারো করজোড়ে বলছি
বেঁচে থাকলে আবারো ঈদআনন্দের
উচ্ছল উচ্ছ্বাসে মেতে উঠতে পারবো
এবারের মতো এই ঈদের অনুভূতিটুকু
পৌঁছে দিয়ে আসি অন্যের ঘরে ঘরে
ইনশাআল্লাহ ভালোবাসার জয় হবে
আলোর ছটায় এ ভুবন হাসবে।
৩. তোমার দর্পনে
ক্ষমা করে দাও হে মহান দয়াল দাতা
এই ধুলার ধরনীতে আমি তোমারি বান্দা
ভালোয় – মন্দে এক আদম সন্তান
আমি দু:খ পাই ; হতাশায় নিমজ্জিত হই
আমি আবার আমার আমিকে
তোমার দর্পনে খুঁজি।
অকপটে তোমার কাছে নত হই
তোমার দয়া – আস্থা আর রহমতের দানে
আমি নিরাশ নই ; দু:খীও না
আমি তোমার অনুপম সত্যকে অনুধাবন করি।
তোমার প্রতিটি কলেমা-তাফসীর আর ইস্তেগফারে
আমার অন্তরাত্মাকে পরিচ্ছন্ন করি কারন
তোমার জায়নামাজে দাঁড়িয়ে হোঁচট খাই
চিন্তান্বিত হই ; ভাবনায় অধীর হই
এই এবাদতের শুদ্ধতায় তোমার ছায়াতল
খুঁজে পাবো কি এই জ্ঞানশূন্য আমি।
ব্যাপক বিস্তৃত পরিসরের মর্মোদ্ধার করা
কিংবা তোমার গহীন সাগরে ডুব দিয়ে
মুক্তা আহরণ
সম্ভব আমার হবে না ; তবু আমি খুঁজি
ইচ্ছে – চেষ্টা আর আগ্রহের তরীতে
আমি ভাসি.. শুধুই ভাসি
এই পৃথিবী – প্রকৃতি – বৃক্ষরাজি
হাজারো প্রাণীর কি অমুল্য সৃষ্টি
দু’চোখে আমার অবিশ্বাস্য স্বপ্নময়তা
আবেগ আপ্লুত অন্তর
তোমার সুনিবিড় ছায়াতলে
আখেরাতের প্রশান্তি আমায় দান করো
হে মহান সাহায্যকারী, তুমি আমায় সাহায্য করো ।