হৃষ্টপুষ্ট দুঃখ
সোমের কৌমুদী
জীবনে বিরাজমান কিঞ্চিৎ সুখ
ষোড়শী তরুণী হয়ে টইটম্বুর যৌবন বয়ে বেড়ায়।
চিরায়ত রীতিতে বা¯তবতা নামক প্রেমিকের প্রেমে পড়ে।
অচিরেই প্রেম পরিণতি পায়
বছর না পেরুতেই পৃথিবীর বুকে একটা
“দুঃখ” ভূমিষ্ঠ হয়।
জীবনে বিরাজমান কিঞ্চিৎ সুখ “মা” হয়
সšতানকে হৃষ্টপুষ্ট করে ওর মাঝেই বিলীন হয়।