হৃদয়টা দাও
মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর
অভিমানের পাল্লাটা আরও কত ভারি করবে তুমি
আমার বুকে যে চেপে আছে পাহাড়সম ভুমি
আরও কত পরীক্ষা দেব বল
কবে তুমি দুহাত বাড়িয়ে বলবে চল, আরও সামনে চল
মিলন হবে কবে
নাকি দুনিয়ায় দাঁড়ানোর সকল দরোজা বন্ধ হবে যবে
হোক তাই-
তবুও ভীতু নই আমি, প্রেমিকের পরাজয় নাই।
ভোরের সূর্য দীপ্তিমান হয় যখন
শরীরটা বেয়েবেয়ে ভালোবাসার ঘাম ঝরে পরে তখন
ক্লান্তির শ্রান্ত দেহে সোহাগী পরশ চায়
এমন সময় কে যেন ধাক্কা দিয়ে তোমার দিকেই ধায়
অবুঝ বনের সবুজ পাখি
দৃষ্টির পরিসীমা ভেদ করে অভিমানী কামুক দুটি আঁখি
ব্যথাতুর মনে দুহাত বাড়িয়ে আসমানে
কী যেন বলে কে তা জানে
জায়নামাযে বসে
হিসাব কষেকষে শুধুই শুধু নিজেকে দোষে
কেন-
আজও কেউ জানেনি তার মানে যেন
রবির কানে নাকি এসেছে ভেসে
সকল দরোজা বন্ধ করে দেবে শশী বলেছেন হেসেহেসে
হাসুক তার মনটা উজাড় করে
আমি শুধু চাই ভালোবাসার হাত দুটো ধরে
হেঁটেহেঁটে পার করুক রেললাইনের ধার
কী চাই আর!
আমাকে তাড়িয়ে দেবে
আরেকজনকে জড়িয়ে নেবে
নাও-
আপত্তি নাই আমার, শুধু হৃদয়টা তোমার দাও
তবুও না
কী বল তুমি! তুমি কি জান না
আসমানের দরোজা এখনও আছে খোলা
প্রাণের গহীনে বারবার দিচ্ছে দোলা
ভয় নাই, কবির নাই কোন ভয়
ক্ষয় নাই কবিতার, কবির নাই কোন পরাজয়
তুলে দুটি হাত-
সারাটি জীবন ধরে করে যাব মোনাজাত
বলবে না কথা
আরও বেশি দেবে তুমি ব্যথা
দাও-
তবুও আরেকটিবার জেনে যাও
এই জীবনে আমার ভালোবাসা হবেনা শেষ
যদিও তুমি হারিয়ে যাও, কখনও বা হও নিরুদ্দেশ
তাই-
হৃদয়টা দাও, মিছামিছি কষ্ট দিয়ে কোন লাভ নাই।