হারাগাছে কালি কলম পর্ষদের বিশেষ সাহিত্য বৈঠক
পাতা প্রকাশ প্রতিবেদক :
হারাগাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিবেদিত কালি কলম পর্ষদের বিশেষ সাহিত্য বৈঠক কালি কলম উপদেষ্টা ও হারাগাছ সাহিত্য পরিষদের সভাপতি হুমায়ূন কবীর পল্টুর সভাপতিত্বে গতকাল বুধবার বিকেলে হারাগাছ পৌরসভা বঙ্গবন্ধু কর্ণারে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন কবি কালি কলম সম্পাদক এম এ শোয়েব দুলাল, নির্বাহী সম্পাদক কবি এস.এম আহসান হাবীব শাহাজাহান, কালি কলম ব্যবস্থাপক কবি ফারজানা সাথী, মাহাতাব আলী, কবি মমিনুর রহমান, কালি কলম প্রচার সম্পাদক কবি ওমর ফারুক।
বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠে অংশ নেন পথিক কবি আবুল কালাম আজাদ, কবি অমিয়া মেহজাবিন অনুষা, কবি সোনিয়া, কবি ফারজানা সাথী, কবি বর্ষা, কবি হোমায়রা চাঁদনী, কবি আব্দুল্লাহ আল সাকিব, কবি আরফিন রুমু, কবি আইরিন আক্তার, কবি রোমানা রুপা। সভাপতির বক্তব্যে হুমায়ূন কবীর পল্টু বলেন বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা সাহিত্য মাধ্যমকে আরও সমৃদ্ধ করবে। শেষে হারাগাছের সর্বজন শ্রদ্ধেয় সদ্য প্রয়াত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রহিম উদ্দিন ভরসার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।