বড় হবার পর ঈদ এলেই আব্বা বোনাসের টাকা আমাকে দিয়ে বলতেন সবার কেনাকাটা করতে।সাধ্যানুযায়ী আব্বা আমাদের ভালোরাখার আপ্রাণ চেষ্টা করতেন। আমি ভাইবোনদের পোশাক কিনে শেষ করে নিজেরটা নিতাম।
আব্বা আমার ড্রেস দেখেই বলতেন তুমি কালো রঙের ড্রেস নাও কেনো?
পরেরবার আবারও বলতেন তোমার ড্রেসে কালো থাকে কেনো? একবার নতুন জুতা দেখে বলেছেন তোমার সবটাতে কালো থাকে কেনো? তখন বুঝতে পারিনি আব্বা কালো পোশাক পছন্দ করতেন না।বিশেষ করে আমি পরলে।
আব্বা মন খারাপ হলে আপনার পরামর্শগুলো মনে করি। মনটা ধীরে ধীরে ভালো হয়ে যায়। আপনি নেই চলে গেছেন ওপারে আপনার শুণ্যতায় মনতো ভালো হয় না।