স্বাধীনতা
কবির কাঞ্চন
স্বাধীনতা বুঝতে তোমায়
ইচ্ছে করে খুব
দেখতে আমার ইচ্ছে করে
তোমার আসল রূপ।
স্বাধীনতা কেমন তুমি
কেমন তোমার মুখ
কেমন করে বিলাও তুমি
তোমার সকল সুখ।
স্বাধীনতা কেমন করে
ধরার বুকে রও
কেমন করে এই জগতে
সবার আপন হও।
স্বাধীনতা আবার জাগো
ভাঙতে ওদের হাত
যে হাত দিয়ে করছে ওরা
দিনকে আজি রাত।
স্বাধীনতা বেরো তুমি
ধরে আসল রূপ
কারো হাতের পুতুল হয়ে
থেকো না আর চুপ।