স্বপ্ন আঁকা নবীন আলো
মানিক চক্রবর্তী
স্বপ্ন আঁকা নবীন আলো
আয়রে আলো আয়
আকাশ ফেটে ধ্রুব তারা
ঐ যে ছুটে যায়।
ধরবি যদি নীল পাহাড়ের
জ্যোৎস্না ভাঙা রাত
মাখবি গায়ে সোনার জরি
রাঙবে কচি হাত।
হাসবে সবুজ তৃণের লতা
মেলবে পাখি ডানা।
নাচবে সুখে পূচ্ছ মেলে
মণ ময়ূরীর ছানা।
অন্ধকারে উঠবে জ্বলে
মেঘের বাতি ঘর
সাগর তীরে রুপার জলে
হাসবে বালুর চর।