১
এক চাটীতে বাস করিয়া বুঝলায় না মন চাটীর বাইন
মানব কলবে রাইতে দিনে কেমনে আল্লাহ আইন আর যাইন।
শ্বাসের পথে আসা যাওয়া কলবের মাঝে সিংহাসন
গুরু শিষ্য কল করিয়া বানাইয়াছে তার আসন
সেই আসনে বসিয়া খোদা মারেফাতের জ্ঞান বিলাইন
মানব কলবে রাইতে দিনে কেমনে আল্লাহ আইন আর যাইন।
আসুক মাসুক দুই জনে
বসিয়া নিরজনে
নূরের খেলায় রাইত কাটাইন
মানব কলবে রাইতে দিনে কেমনে আল্লাহ আইন আর যাইন ।আসুক মাসুকের খেলা
গভীর রাইতে নিরালা
নূরের আলোয় ঘর উজালা আসুকে মাসুকরে পাইন
মানব কলবে রাইতে দিনে কেমনে আল্লাহ আইন আর যাইন ।২
এ ভবে কেবা আপন কেবা রে পর
খুঁজতে সময় লাগে
কেউ বুঝিরে সন্ধান তার পায়
কেউর জুটে না ভাগে ।
কপাল ভাল হয়রে যাঁহার
সুখে সুখে কাটে দিন তার
সারা জীবন ধইরা বুকে রাখে
কেউ বুঝিরে সন্ধান তার পায়
কেউর জুটে না ভাগে ।
আপনার আপন খুঁজলাম নিরবধি
দুই চক্ষু বানাইয়া নদী
পাইলাম কিবা পাইলাম নারে
ভাসি ডুবি ঘোর পাকে
কেউ বুঝিরে সন্ধান তার পায়
কেউর জুটে না ভাগে ।৩
নিদয়া হইও না বন্ধুয়ারে
(আমার ) পুবের সূরুজ পশ্চিমে যায়
ঘুম কাডিয়া কই লুকাইলায়
মেইলা চক্ষু গেখিনা তোমারে রে
নিদয়া হইও না বন্ধুয়ারে ।
চোখের জলের বানে ভাসি
দেখতায় যদি তুমি আসি
অভাগার রাইত কাটে কোন আঁধারেরে
নিদয়া হইও না বন্ধুয়ারে ।
ভুলিতে পারি না আমি
মন জুডিয়া আছ তুমি
দোহাই লাগে ভুইলা না আমারেরে
নিদয়া হইও না বন্ধুয়ারে ।৪
আমার এ কুল ও কুল দুই কুল গেল
মাঝ দরিয়ায় ডুবল নাও
দয়াল তুমি দয়া করে আমারে বাঁচাও
আমি জানি না সাঁতারের রীতি
পরান জুডে মরন ভীতি
ভয়ের সাগর পাড়ি দিতে শক্তি আমায় দাও
কুল কিনারা দেখি নারে
ভয়াল ঢেউয়ে ঝাপটা মারে
মরতে খিজির সদা রাজি যদি গো সুখ পাও৫
রাইতে দিনে সিন্চন করি জমিতে মোর জল থাকে না
কপাল দোষে হয় কি রে তা ভাগ্যের বিরম্বনা
আমি জানব কিবা বুঝব কিবা জ্ঞান বুদ্ধি নাই
কেমনে
ফসল আমার হইল না জমিনে ।
যত বারই চেষ্টা করি
হয় না ফসল ক্ষেত খামারী
বারো মাইসা দুঃখ থাকে মনে ।
ফসলের মুখ দেখব বলে
পঁচাত্তর যে গেল চলে
ফুলতলী নাই বিলপাড়ী নাই পথ দেখাইব কোন জনে।৬
দেহ জমিন খড়ায় মরা
জল বিনে ফাটিয়া যায়
চাতক বুকে জলের তৃষ্ণা আমার এখন করি কি উপায়
এখন করি কি উপায়।
জুড়ায় জুড়ায় ছাড়া ছাড়ি
লড় খডা দেহ বাডী.
বাতাসে হেলায়
চাতক বুকে জলের তৃষ্ণা আমার এখন করি কি উপায়
এখন করি কি উপায় ।
কাঁন্দিয়া মাথার খুলি
করে কত বলা বলি
কান পাতিলে কাঁন্দন শুনা যায়
চাতক বুকে জলের তৃষ্ণা আমার এখন করি কি উপায়
এখন করি কি উপায়।
করার তো আর নাইরে কিছু
যম নিয়াছে আমার পিছু
কখন জানি চঙ্গল মারে হায়
চাতক বুকে জলের তৃষ্ণা আমার এখন করি কি উপায়
এখন করি কি উপায়।৭
ওমন বাইন্ধা রাইখোরে
ও প্রান বাইন্ধা রাইখোরে
যাইবো যখন ছাড়িয়া তরে
ও প্রান বাইন্ধা রাইখোরে ।
শেষ করিয়া ভবের খেলা
ভাসবো যখন আমার ভেলা
ডুববো কি নাও অকুল পরপারে
ও প্রান বাইন্ধা রাইখোরে।
ছাড়িয়া ভবের্ মায়া
পইডা. থাকব আমার কায়া
কেউ তো আমার সংগী হইব নারে
ও প্রান বাইন্ধা রাইখোরে ।৮
এই দুনিয়ার প্রেমে পইডা.জাত কুল মান সব গেল
আমারে বুঝ কিনা বুঝ ভাইরে বল পাগল ।
হইতাম যদি আমি পাগল
ভোগ করতাম না ভবের ফসল
বুঝতাম না দ্বীন আখেরদারী
হইয়া যাইত সব বিফল।
আমারে বুঝ কিনা বুঝ ভাইরে বল পাগল ।
পাগলের নাই নামাজ রোজা
চলতে ফিরতে বাঁকা সোজা
মরা কি ভাই বুঝতো তোফাজ্জল।
আমারে বুঝ কিনা বুঝ ভাইরে বল পাগল ।৯
আল্লাহ তোমারে পাইবার লাগি ভবের মায়া ত্যাগী
নিরবে নির্জনে বইয়া তোমারে রোজ ডাকি
আল্লাহ ভবের মায়া ত্যাগী
নিরবে নির্জনে বইয়া তোমারে রোজ ডাকি।
তুমি যে শুন ডাক আমি যে তা বুঝি
দেখিতে তোমারি রুপ রাইত বিরাইতে খুঁজি
হইমুনি খিজির তোমার দিদারের ও ভাগী
আল্লাহ ভবের মায়া ত্যাগী
নিরবে নির্জনে বইয়া তোমারে রোজ ডাকি ।
করবায়নি গোনাহরে মাপ
করছি ভবে কত যে পাপ
ডাইকো না নাম ধইরা পাতকি
আল্লাহ ভবের মায়া ত্যাগী
নিরবে নির্জনে বইয়া তোমারে রোজ ডাকি ।১০
দাও দাও দাও তুমি দাও গো
মৃত্যুর মূখোমূখি দাঁড়াবার শক্তি
সংকটে দূর্যোগে রয় রয় রয় যেন ভক্তি
দাও দাও দাও তুমি শক্তি ।
মহা কাল হানে যদি প্রলয়
পথ রোধ করে না যা সুপ্তি
দাও দাও দাও তুমি দাও গো
মৃত্যুর মূখো মূখি দাঁড়াবার শক্তি ।
আলস্য ঝেরে ফেলে পাড় করি সবে মিলে
দূর্গম কাল যত রাত্রি
দাও দাও দাও তুমি দাও গো
মৃত্যুর মূখোমূখি দাঁড়াবার শক্তি।
আপোষ নাই কারু সাথে
রেখে হাত হাতে হাতে
আনবো কেঁডে জয় সত্যি
দাও দাও দাও তুমি দাও গো
মৃত্যুর মূখো মূখি দাঁড়াবার শক্তি।