সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ অপরাহ্ন

সেই সীমানায় নিয়ে যাও-রোজী নাথ

সেই সীমানায় নিয়ে যাও-রোজী নাথ

সেই সীমানায় নিয়ে যাও
রোজী নাথ

ভালোবাসা যদি হয় নিছকই একটা শব্দ মাত্র,
তবে বলবো নদী আর সমুদ্রের কোনো কালেরই নেই কোনো যোগসূত্র।
মেঘ হীন আকাশের যেমন থাকে
আদিগন্ত অঙ্গীকার আর প্রতিশ্রুতি,
তেমনি পারস্পরিক বিশ্বাস আর ভরসার দু কুল ছাপানো দুই নদী হৃদয়ের গভীরে গভীরে স্বপ্নিল আকাশ রচনা করে প্রতিশ্রুতির মোহর লাগিয়ে।
ভালোবাসা মানেই তো তপ্ত মরুভূমিতে তৃষ্ণার্ত পথিকের কাঙ্খিত মরুদ্যানের সন্ধান পাওয়া, এ যেন হৃদয়ের গভীরে হৃদয়ের অনাবিল আসা যাওয়া।
ভালোবাসার চাদরে মোড়া টইটম্বুর যুগল হৃদয় কখন যে হারিয়ে যায় নীল নীল সীমানায়, এ শুধু লেখা থাকে সময়ের ভাঁজে ভাঁজে; পৃথিবীর এক মেরু থেকে অন্য মেরুর বুকে বুকে।
ভালোবাসা হৃদয়ের দরজায় ব্যর্থ রুদ্দুর বা জোছনার প্রবেশ নয়, এ যে হাজার বছর ধরে রুদ্র পায়ে পথ চলা; মনের গহীনে উজাড় করে মনকেই চাওয়া পাওয়া।
এখানে নেই কোনো সীমা পরিসীমা, শুধু অনুভবে অনুভবে হৃদয়ে হৃদয়ে নিরবধি আতর মাখা; গাঁট ছাড়া গাঁটের সন্ধান করা।
রূপের ছটা?
এ নয় আমার ধারাপাত।
তোমার বিশুদ্ধ মনের টান টান মোহনায় আমাকে নিয়ে চলো সকল বেড়াজাল উপড়ে ফেলে, যেখানে আমিও শুধু তোমাকে ছুঁয়ে পাথরের বুকে ফোঁটাতে পারি অক্ষয় একটা গোলাপ।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge