সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬ অপরাহ্ন

সুশান্ত নন্দীর গুচ্ছ অণুকবিতা

সুশান্ত নন্দীর গুচ্ছ অণুকবিতা

সুশান্ত নন্দীর গুচ্ছ অণুকবিতা

১. আলো

আলো নিয়ে আসো তুমি
ফিরে যাও ওই আলোটুকু নিয়ে
সারাদিন পেরিয়ে নীলাকাশ ছাড়িয়ে
আঁধার ঢেকে দাও রোদ্দুর দিয়ে

২. হঠাৎ কবিতার জন্য …

দুম করে মধ্যরাতেও কিভাবে
কবিতা হয়ে উঠতে পারো
শব্দমৈথুন হলে এমনই হয় জানো
যেভাবে জোছনা হয়ে ওঠে আরও গাঢ়

৩. উত্তরাধিকার

আনমনা পেখম মেলে যেভাবে
অজস্র নীল আর সবুজ ছড়াও বারবার
সেভাবেই আমি পেতে চাই শুধু
এক আলোকিত সাম্রাজ্যের উত্তরাধিকার

৪. নিউইয়ার ও জোছনা

বরং জোছনার কাছাকাছি এসে দ্রবীভূত হলে
সব আলো আরও আলো হয়ে ওঠে
বেসুরো সুরে গান বাঁধে নিউ ইয়ার
বিয়ারের ছোঁওয়া লাগা পালতোলা ওই দুঠোঁটে

৫. উর্বরতা

আরও উর্বর হবে বলে এই দেখো
সব পলি থরে থরে সাজিয়ে রাখা আছে
এবার আকাশের দিকে তাকাবে দেখে
সবুজ ছড়িয়ে পড়ে প্রতিটি চারা গাছে

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge