সুমাইয়া বান্না’র কবিতা প্রেমহীন
শেষ ভালোবাসা দিয়েছি তোমার পূর্বের পুরুষকে
এখন হৃদয় শূন্য, যেমন রাত্রির ক্যাম্পাস।
ঝকমকে রাস্তা, আলোয় ঝলমল, প্রত্যেক বাঁকে বাঁকে
প্রতীক্ষা লুকিয়ে আছে আঁধারে, তবুও জানি চিরদিন
এ পথ এমনই থাকবে, জনমানবহীন, প্রেমহীন
শেষ ভালোবাসা দিয়েছি তোমার পূর্বের পুরুষকে।
সুঠাম দেহের সুদর্শন পুরুষ
চোখ ফেরাও, চোখ ফেরাও
চোখে চোখে যদি বিদ্যুৎ জ্বলে? কে বাঁচাবে?
এহেন সাহস নেই, ফিরে যাও
প্রেমহীন আমি, ফিরে যাও।
আফিমের নেশার মতো তোমার ঠোঁট,
অমন ঠোঁট মেলে ধরো না
তুমি বরং চোখ ফেরাও, ফিরে যাও।
ঠাঁই দাঁড়িয়ে থেকে তোমার উত্তাপ শুনতে পাচ্ছি,
খুব ঘন নিঃশ্বাস আমাকে টানছে।
তোমার অমন তাগড়া শরীর মূর্ছিত করে আমার যৌবনকে, তবুও প্রেমহীন
তোমাকে নিয়ে প্রেমের কুঠির সাজবার সাধ আছে, তবুও প্রেমহীন
চোখ ও শরীরের প্রেমে ভিজতে ইচ্ছে করে, তবুও প্রেমহীন।
এক জীবনের প্রেম আমি হারিয়ে ফেলেছি খুব অবেলায়,
এখন হৃদয় শূন্য, যেমন রাত্রির ক্যাম্পাস।