সুবর্ণা ও কল্পজালক
প্রসূন বন্দ্যোপাধ্যায়উন্মুক্ত আকাশের নীচে পাংশুটে শব্দচারণ,
নগর বেড়ে চলে কথাহীন কৌশলে।
তোমার বুকের নরমে গাঁথা থাকে বিজ্ঞাপনী ফলাকা।একটু আগে গোলাপ কিনে এগিয়ে গেল এক যুবক।
এই রাস্তা দিয়ে চলে গেছে নিহত রেজাউল।
গ্রামের দিকে যুদ্ধের দামামা বেজেছে বোধহয়।জাহাজ ঘাটায় ভোঁ বাজে নতুন রাতের।
অন্ধকার এড়াতে তবু ঢেকে দেওয়া হচ্ছে গরিবি দেয়াল।
রাজপেয়াদা হেঁকে যাচ্ছে, দানবের মতন এগিয়ে আসছে মিছিল।রেস্তোরাঁ, পাব অথবা নান্দনিক স্পর্শযাপনে গ্রন্থিত নয় এসব নিষিদ্ধ উদাহরণ।
শুধু তোমার হাত থেকে হাত তুলে নিলে সুবর্ণা
বিপ্লব গড়িয়ে যায় কল্পজালকে …