সুতপা দাশগুপ্ত এর ২টি কবিতা
১. জলরঙ
এ শহর অন্যরকম
নদীমাতৃক ভিতে শ্যাওলা ধরেছে,
ঘাটে ঘাটে আগাছার ভিড়
ছলছলে জল, তিরতিরে ঢেউদের দেখা নেই কতদিন…
নৈঃশব্দ্যের কানাকানি , ফিসফাস
রাতঘেরা মগ্ন আলোয়
আসলে পুড়িয়ে দিয়ে কষ্টবাতাস …
এ শহর ঢেউ খোঁজে মনোরম সন্ধ্যায়
আমিও তো পেরিয়েছি কতো কতো পথ চুপিসাড়ে…
দেখেছি জলের নীচে স্তব্ধ পাথরে…
লেখা আঁকিবুঁকি, নীলচে হরফে
মেঘলা মুঠোয় দুপশলা বৃষ্টির মতো
ধরতে চেয়েছি জল
নিভু নিভু সলতের উস্কে ওঠা আলোয়
লিখতে চেয়েছি মুছে যাওয়া সাদাকালো অক্ষর
কোলাহল শূন্য রাস্তায় পাল তোলা বাতাসে
ভাসিয়ে দিতে চেয়েছি
অপরূপ বর্ণমালা…
মাদলের দ্রিম দ্রিম তালে জেগে ওঠে
কবেকার ভুলে যাওয়া কথা …আতরসুবাস
ধ্রুপদী পাখোয়াজ শিরায় শিরায় ….
ঠোঁট জুড়ে কথাহীন সম্মতি
ক্রমশঃ দূরত্ব বাড়ে…
প্রতারণা ছায়া ফেলে আনাচকানাচে
গ্রাফের ওঠাপড়া ঘিরে অগোছালো স্বপ্নের ভিড়…
আরো আরো প্রেম লেখো
আলোছায়া রোদ্দুর রাধাচূড়া সবজে পাতায়
হয়তো নিবিড় হলে মনে পড়ে যাবে
ভুলে যাওয়া ডাকনাম…জলরঙ
২. মেঘলা দুপুর
মেঘলা দুপুর মনহারা…
চশমার কাঁচে ভেঙে পড়া
আরণ্যক আলো
দূরদেশে খসে যায় তারা
অকারণ বালির সংসার…
বিস্তৃত দু ডানায় যতখানি ধরে
ততটাই উড়ান আমার
গোপন আঁধার তবু ফাঁদ পেতে থাকে
হিসেবনিকেশ… নিক্তি ওজনে
আলো ছায়া ঘাটে অগোছালো জল
দুলে দুলে ওঠে
চিকের কোণের দিকে দস্তখত বাকি
ব্যস এটুকুই… ঠিকানার খোঁজ
অনেক ভুলের ভিড়ে রাস্তাহারানো ভাঙাচোরা ডানা…
বেপরোয়া হাওয়া বাতাসের দিন…
তোমার প্রেমিক চাউনিতে অস্হির দিনগোনা…
মেঘলা বারান্দায়
কান পেতে থাকা অবুঝ শ্রাবণ…
রোদপোড়া শহরটা ঘিরে চুপচাপ হতাশ লকডাউন….
কবে যেন দুরন্তপ্রেমিকের
সুগন্ধী ঠোঁটে
অবাধ চুমুর কোলাহল…
বন্ধু আমার কেন কষ্ট সংলাপ মনে পড়ে !