সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ অপরাহ্ন

সুজন সাজু’র ছড়া কেমনে রাখবো

সুজন সাজু’র ছড়া কেমনে রাখবো

সুজন সাজু’র ছড়া কেমনে রাখবো

তোমরা যারা বসে আছো কুর্শি নিয়ে দখলে,
নিজের স্বার্থ হাসিল করো দেখছি জানি সকলে।
এতো অন্যায় অবিচার হয়, চক্ষু বুঁজে থাকো,
নিজ কলঙ্ক পাড় করিতে তৈরী রাখো সাঁকো!

সাঁকো দিয়ে পার হয়ে যাও, ক্ষমতার রশি ধরে,
এই ক্ষমতা চিরস্থায়ী? কোথায় যাবে পরে?
হিসাব তোমায় দিতে হবে, এপারে নয় ওপারে,
কত লোককে যাও ঠকিয়ে কামার, কুমার, ধোপারে।

তার মানে গরীব আমরা খুব অসহায় জানো,
লোভে পড়ে আমাদের হক নিজ পকেটে টানো।
সভার মাঝে উল্লাস ছাড়ো, খুব দরদীর মা- বাপ,
সুযোগ পেলে ছেঁকিয়া করো শিক আগুনে কাবাব।

হচ্ছি কাবাব, হচ্ছি অঙ্গার, হচ্ছে জীবন শেষ,
তবুও আমরা গর্ব করি দেশটা মায়ের দেশ।
আনতে স্বাধীন ঝরিয়ে গেছে ত্রিশ লক্ষ প্রাণ,
স্বাধীন দেশে শুনতে হচ্ছে কাক শকুনের গান!

শান্তি হবে স্বাধীন দেশে স্বপ্ন ছিলো আশার,
প্রতিহিংসার যাঁতাকলে দেখছি সর্বনাশা’র
ক্ষমতার মোহে ভুলছো সবই দাওনা গণের দাম,
কেমনে রাখবো হৃদয় মাঝে সেই তোমাদের নাম?

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge