পাতাপ্রকাশ প্রতিবেদক ||
বৃহস্পতিবার সিটি ব্যাংক পিএল সি এজেন্ট ব্যাংকিং ডিভিশনে রংপুর রিজিয়নের ৮ টি জেলার সকল এজেন্টদের নিয়ে রিজিওনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হেড অফ এজেন্ট ব্যাংকি ডিভিশন জনাব মোঃ মহিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, হেড অফ চ্যানেল ডেভেলপমেন্ট চন্দন কুমার নাগ, হেড অফ অপারেশন এন্ড কমপ্লায়েন্স মনিটরিং শায়েখ আলম, ক্লাষ্টার এন্ড ব্রাঞ্চ ম্যানেজার মো: জিল্লুর রহমান এবং রিজিওনাল ম্যানেজার মো: মনিবুর রহমান কাজল, এরিয়া ম্যানেজার মোঃ জয়নাল আবেদীন, আজমল হোসেন খান, এসিসট্যান্ট ম্যানেজার মাহবুব হাসান, মোহাম্মদ আবু বকর সিদ্দিকসহ আরো অনেকে।
প্রান্তিক জনগোষ্ঠীকে সহজে ব্যাংকিং সেবা দেয়ার লক্ষ্যে সিটিং ব্যাংক এজেন্ট ব্যাংকিং গত ০৭ বছর ধরে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। কনফারেন্স এ এজেন্টের কমিশন বৃদ্ধি, কমপ্লায়েন্ট মিট, লোন বিতরণ, ডিপোজিট ও অ্যাকাউন্ট বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও রিজিওনের এজেন্ট বৃন্দকে অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটগরিতে ক্রেস্ট, গিফট ও সাটিফিকেট প্রদান করা হয়।