সামান্য একটা খেলা
সুকৃতি
সেতু ভাঙা, তবু গান বাজে মনে মনে।
অবিনাশী এই আলো
মরে যাওয়া তারার প্রতিভা
ছাড়া কিছু নয়।
ফলে অন্ধকার ভালো।
পরখ করতে গেলে ফুলও
দেবতার হয় না আপন।
মনই নিয়তি এ খেলায়
চোখ কান মুখ সব কালা।
কী পেলাম এই স্কেল আর
ফিতের খেলায়…
বড় আর ছোটো করা ছাড়া!