শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

সাফ কবালা-সাইয়্যিদ মঞ্জু

সাফ কবালা-সাইয়্যিদ মঞ্জু

হাট জমেছে বেশ
বিক্রয় হয়ে যাব তোমারি রাখা দামে
উঠোনে অপেক্ষায় তীব্র রোদের কফিন
মুছে দিব জন্মঘর সাফ কবালায়।

মাছেরা পালিয়ে যাবে একদিন
গভীর কোনো সমুদ্রের ঠিকানায়
ফিসফিস কানাকানি মাঝিদের মুখে
পানকৌড়ি থাকবে কী বির্বণ আলোর দেশে!

আসবাববোঁচকা ভর করে পিঠের উপর
পড়ে থাকে বিরান ভূমে শতবর্ষের আদর
পলায়ন রোদে সান্ধ্য এলে
অশনি ঝুলে যেন চোখের পর্দায়।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge