সাথী
রবীন জাকারিয়া
দূরে ছিলি ভাল ছিলি
কাছে কেন এলি
সারাটা দিন দুঃখগুলি
পাখাটা দেয় মেলি
মাজারেতে বাজারেতে
কেবল দেখি তোকে
আবোল-তাবোল কান্ড দেখে
পাগল ভাবে লোকে
সাথী আমার কাছে এসে
নে না আপন করে
নাহলে যে তোর বিহনে
যাব আমি মরে।