বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ পূর্বাহ্ন

সাঈদ সাহেদুল ইসলামের ছড়া বৃষ্টি আসে আসুক

সাঈদ সাহেদুল ইসলামের ছড়া বৃষ্টি আসে আসুক

সাঈদ সাহেদুল ইসলামের ছড়া বৃষ্টি আসে আসুক

বৃষ্টি পড়ে আকাশ থেকে
বলছি একে
জল,
মেঘের ভেলা
বৃষ্টি খেলা
মেঘ মেলা
উজ্জ্বল,
মেঘেজলে ছন্দ কোলাহল।

বৃষ্টি পড়ে পাতার ফাঁকে
স্বপ্ন আঁকে
মন,
তারই সাথে
দিনে রাতে
রই যাতে
সবক্ষণ,
ছন্দজলের মধুর সে বন্ধন।

বৃষ্টি আসে আরো আসুক
মনটা ভাসুক
বেশ,
বুষ্টিজলে সরস বাংলাদেশ।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge